হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ট্রাকে ছিলেন সহকারী ছোট ভাই, নিচে নেমে ছিনতাইকারীর হাতে নিহত চালক বড় ভাই

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ভোরের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. সজীব মিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

ভৈরব থানা–পুলিশ জানায়, বুধবার ভোরের দিকে স্টিলের পাতভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে চালক সজীব মিয়া ঢাকা–সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে সড়কের এক পাশে নামেন।

একপর্যায়ে কয়েকজন ছিনতাইকারী সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও টাকা–পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সজীব বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নেয় ছিনতাইকারীরা। ওই সময় ট্রাকে তাঁর সঙ্গে হেলপার হিসেবে ছোট ভাই ছিলেন।

পরে খবর পেয়ে ভৈরব থানা ও হাইওয়ে থানা–পুলিশ আহত সজীব মিয়াকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, রাতে তাঁর ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন ছিনতাইকারী সজীবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহত সজীব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি