হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন যশোরের চাচড়া মাঠপাড়া এলাকার রাজু শেখ (৩৮) এবং একই জেলার কোতোয়ালি উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আল আমিন (২৫)। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল এ তথ্য জানিয়েছেন। জব্দ চিনির মূল্য ১৩ লাখ টাকা বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৬ হাজার টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শেখ ও আল আমিন চোরাকারবারি চক্রের সদস্য বলে জানিয়েছেন। তাঁরা চোরাকারবারি ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক