হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালাত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান আসামি মোখলেছুর রহমানের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিরা হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের আব্দুল মালেক ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোখলেছুর রহমান। এদের মধ্যে আবদুল মালেক পলাতক রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা ভৈরবের দুর্জয় মোড় এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারে থাকা আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে এই ঘটনায় র‍্যাবের উপপরিদর্শক (এসআই) সেলিম সরদার বাদী হয়ে ভৈরব থানায় আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে একটি মাদক মামলা করেন। পরদিন ১ নভেম্বর আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভৈরব থানার তৎকালীন এসআই মাজহারুল ইসলাম ২০১৭ সালের ২২ ডিসেম্বর আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এই মামলার রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও