হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০

পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন উপলক্ষে পুলেরঘাট বাজারে পাল্টাপাল্টি মিছিল ও কেক কাটা কর্মসূচির আয়োজন করে দলটির স্থানীয় দুইটি গ্রুপ। গ্রুপ দুটির মধ্যে একটি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  অ্যাড. সোহরাব উদ্দিনের। অপরটি বর্তমান এমপি নূর মোহাম্মদের। বিকেল ৪টার দিকে সোহরাব উদ্দিনের সমর্থকেরা মিছিল নিয়ে পুলেরঘাট এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

এ সময় চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক খায়রুল আলম ফয়সালকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেন উত্তেজিত সমর্থকেরা। প্রথম আলোর জেলা প্রতিনিধির তাফসিলুল আজিজের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গাড়ি দিয়ে আহত সাংবাদিক ফয়সালকে হাসপাতালে পাঠানো হয়। 

সংঘর্ষের বিষয়ে এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি অ্যাড. সোহরাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ নিয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলামিন জানান, কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার