হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত দম্পতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মির্জাপুর গ্রামের এখলাছ উদ্দিন ও তাঁর স্ত্রী আজিজুন নাহার জোসনা। আজিজুন নাহার জোসনা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে স্ত্রী জোসনাকে বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন এখলাছ উদ্দিন। পথে মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান। 

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা