হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত দম্পতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মির্জাপুর গ্রামের এখলাছ উদ্দিন ও তাঁর স্ত্রী আজিজুন নাহার জোসনা। আজিজুন নাহার জোসনা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে স্ত্রী জোসনাকে বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন এখলাছ উদ্দিন। পথে মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান। 

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক