হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের পরদিন ডোবায় মিলল কিশোরের মরদেহ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার তালদর্শী গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা  হয়। 

মৃত অজয় চন্দ্র দাশ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামের নেপাল চন্দ্র দাশের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় অজয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি অজয়ের বলে নিশ্চিত করে তার পরিবার। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। 

ওসি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর সে সাঁতার জানত না। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা