হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কৈলাগ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কৈলাগ ও রাহেলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে নিহতের নাম শফি মিয়া (৫০)। তিনি কৈলাগ গ্রামের তারু মিয়ার ছেলে। গুরুতর আহতরা হলেন, সেকান্দর আলীর ছেলে মস্তু মিয়া (৪৫), ছেনু মিয়ার ছেলে ছালমান মিয়া (২৬), ও ইমরান মিয়া (২৫)। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৈলাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিষ্টু মিয়া ও আলমগীর মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার আলমগীর পাশের গ্রাম শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে দুই তিনজন তাকে রাস্তা আটকে মারধর করে। এ ঘটনার জেরে আজ শুক্রবার  সংঘর্ষ শুরু হয়। 

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত শফি মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা