হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে নিখোঁজের দুই দিন পর নৌযানচালকের মরদেহ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের দুই দিন পর বাল্কহেডের চালক মুসলিম মিয়ার (৫০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের বলদা ফেরিঘাটের পাঁচ কিলোমিটার দূরে হাওর থেকে মরদেহটি উদ্ধার হয়। ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

মুসলিম মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মনডাল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি বাল্কহেড ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজারে যাওয়ার পথে ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে। বাল্কহেডটি ছাড়াতে অন্য একটি নৌকার সাহায্য নেওয়া হয়। এ সময় হঠাৎ বইঠার আঘাতে বাল্কহেডের চালক মুসলিম মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন। রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ইটনা ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার সারা দিন ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার অভিযান চালায়। রাতে বিরতি দিয়ে বুধবার আবারও অভিযান শুরু করলে সকাল সাড়ে ৯টার দিকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার হয়।

ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, দুই দিনের উদ্ধার অভিযান আজ বুধবার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো। থানায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা