হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে এখনো পানি না আসায় বিপাকে কিশোরগঞ্জের জেলেরা

প্রতিনিধি

কিশোরগঞ্জ: একদিকে করোনা মহামারি। অন্যদিকে হাওরে এখনো পানি না আসায় শঙ্কায় আছেন হাওর পাড়ের মানুষেরা। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। 

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ৯টিই হাওর অধ্যুষিত। এসব উপজেলার বেশির ভাগ মৎস্যজীবীরাই দিন পাড় করেছেন মৌসুমি বেকারত্বের মধ্য দিয়ে। এ অবস্থায় নানা সংকটের মধ্যে দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। তার ওপর করোনা প্রাদুর্ভাব লেগেই আছে।

সাধারণত আষাঢ় মাসের প্রথমেই হাওরে ভরপুর পানি থাকে। কিন্তু এ বছর আষাঢ় মাসের মাঝামাঝিতেও পানি আসার অপেক্ষায় দিন গুনতে হচ্ছে হাওর পারের মানুষদের। মৎস্যজীবীদের কেউ কেউ দিনমজুরি করে কোনো রকমে পরিবারের ভরণপোষণ চালাচ্ছেন। এদের অনেকেই এনজিও গুলোর ঋণের কিস্তির বেড়াজালে জড়িয়ে চরম হতাশায় ভুগছেন।

অন্যান্য বছরের এ সময়ে হাওরের জেলেরা মাছ শিকারে ব্যস্ত থাকতেন। চলতি বছর হাওরে পানি আসতে দেরি হচ্ছে। এতে মৎস্যজীবীরা যেমন বিপাকে পড়েছেন। তেমনি, বিপাকে আছেন হাওরের মৌসুমি মাঝি-মাল্লারা। হাওরে পানি আসলে পর্যটকদের ঢল নামে। এ সময় নৌকায় ঘুরে হাওরের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকেরা। এতে নৌকার মাঝিদের যে আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। তবে এবার হাওরে পানি না আসার কারণে এ অঞ্চলের হাটবাজারগুলোতেও মাছের সংকটও দেখা দিয়েছে। ফলে চড়া দামে মাছ কিনতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।

হাওর পাড়ের মৎস্যজীবীরা জানান, তাদের মধ্যে অধিকাংশ মৎস্যজীবী বিভিন্ন এনজিও স্থানীয় মহাজন ও সমিতি থেকে ঋণ নিয়ে মাছ ধরার ঝাল ও নৌকা কিনে অধীর আগ্রহে হাওরের দিকে তাকিয়ে আছেন। হাওরে পানি আসবে, সেই পানিতে মাছ ধরে বিক্রি করে পরিবারের আর্থিক চাহিদা এবং ঋণ শোধ করবেন।

জেলার মিঠামইন উপজেলার মৎস্যজীবী নৃপেন্দ্র বর্মন আজকের পত্রিকাকে বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা কিনেছি। হাওর থেকে মাছ ধরে বিক্রি করে ঋণ শোধ করব ভেবেছিলাম। কিন্তু এ বছর হাওরে এখনো পর্যাপ্ত পানি আসেনি। সমিতির কিস্তি দিতে পারছি না। এলাকায় এই মৌসুমে তেমন কোনো কাজও নাই যে দিন মজুরি করে সমিতির কিস্তি দেব।

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা