হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে মাঠে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই পাড়ার মানুষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দারা জানায়, শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পশ্চিম পাড়া এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে। এই মাঠে ঈদের নামাজ পড়ানো হয়। এ ছাড়া এই মাঠে পূর্ব ও পশ্চিম দুই পাড়ার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু তিন দিন আগে হঠাৎ মাঠে ফুটবল খেলা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিম পাড়া ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই পূর্বপাড়ায় রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পশ্চিমপাড়ার জাকির বলেন, ‘ঈদগাহ মাঠে ফুটবল খেলা নিয়া ৩ দিন আগে দুই পাড়ার ছেলেদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে পূর্বপাড়ার লোকদের সঙ্গে আমাদের এলাকার লোকদের উত্তেজনা চলছিল। আজ (রোববার) আমাদের পশ্চিমপাড়ার কামিনী বাড়ির জাকির পূর্বপাড়ায় গেলে তাকে একা পেয়ে পূর্বপাড়ার ছেলেরা মেরে দেয়। পরে এ নিয়ে আজ দুই পক্ষের মধ্যে আবার ঝামেলা হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।’ 

পূর্বপাড়ার হান্নান বলেন, ‘তিন দিন আগে আমাদের পূর্বপাড়া ছেলেরা ফুটবল খেলতে পশ্চিম পাড়ার ঈদগাহ মাঠে যায়। মাঠে গিয়ে দেখি পশ্চিম পাড়ার ছেলেরা মাঠে খেলা করছিল। পরে আমরা ১ ঘণ্টার মতো অপেক্ষা করি। তারা খেলা শেষ করে চলে গেলে আমরা মাঠে খেলতে নামি। আমরা যখন খেলছিলাম তখন পশ্চিম পাড়ার ইয়াসিন ও শরীফ মাঠে এসে আমাদের খেলতে বাধা দেয়। খেলার মাঠটি পশ্চিম পাড়ায় হওয়ায় তারা আমাদের বলে এই মাঠ তাদের। আমরা যেন এখানে এসে না খেলি। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের এলাকার ছেলেদের কথা-কাটাকাটি হলে একপর্যায়ে আমাদের পূর্বপাড়ার শাহাদাত, মাসুদ ও নায়িমকে তারা মারধর করে। এ নিয়ে আমাদের এলাকার মুরুব্বিরা বিচার দিতে গেলে তারা তা না শুনে উল্টো আমাদের সঙ্গে আজ (রোববার) ঝগড়ায় লিপ্ত হয়।’ 

ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল জানান, সংঘর্ষে আহত আটজনকে উন্নত 
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলার মাঠ নিয়ে পূর্ব ও পশ্চিম এই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার