হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিপদে আপদে যাকে সব সময় পাশে পাওয়া যায় তিনি বাদল খন্দকার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্য ঢেকিয়া গ্রামের মরহুম তোরাব আলী ফকিরের পুত্র ফজলুল হক বাদল খন্দকার। এলাকার যে কোনো সমস্যা ও বিপদ আপদের খবর পেলেই তিনি মুহূর্তের মধ্যে ছুটে যান সেখানে। গভীর রাতেও কোনো রোগীর খবর পেলে নিজের মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন তিনি। 

রোগীদের স্থানীয় চিকিৎসার পড়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স ভাড়া করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে জটিল রোগীকে ভর্তি ও সেবা দিয়ে থাকেন।

অদম্য এই যুবক অনেক সময় হাসপাতালে রোগী বহনের জন্য ট্রলি না পেলে নিজেই রোগীকে কাঁধে করে হাসপাতালে নিয়ে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত তিনি অসুস্থ রোগীর জন্য ১০২২ পাউন্ড রক্ত, ৭৮২টি বিবাহ, ৬৮৪টি মরদেহ দাফন এবং ১৪০টি সৎকার কাজ সম্পূর্ণ করেছেন। মহামারি করোনা কালেও তিনি রোগীদের সেবা দেওয়া থেকে বিরত হননি।

বিগত ২০২০ সালের শেষের দিকে হোসেনপুর থানা থেকে পলায়নকৃত আসামি ধরে থানাকে সহযোগিতায় করায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছ থেকে তিনি পুরস্কার লাভ করেন। 

আর্থিক সচ্ছলতা না থাকলেও তিনি কখনো কারও নিকট হাত পাতেন না। ২০১০ সালে পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ড ঢেকিয়া এলাকা থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। 

ফজলুল হক বাদল খন্দকারের স্ত্রী শিল্পী আক্তার জানান, ‘আমার স্বামী বাদল খন্দকার পারিবারিক শত সমস্যার মধ্যেও মানুষের কল্যাণে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন।’

জানতে চাইলে সাবেক এই পৌর বলেন, ‘সমাজের অবহেলিত মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আজীবন সেবা দিয়ে যাব।’  

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা