হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফরিদা বেগম (৪০), কাউছার মিয়া (১২), ফজলু আফ্রাদ (৪৫), রুবিনা আক্তার (৩৫), বাদল জোয়ারদার (৪৬), সাইদুর রহমান (৬২), রাকিব মিয়া (১২), মাইন উদ্দিন আফ্রাদ (৬৫), রিমন মিয়া (২) ও রোকসানা আক্তার (৩৫)। আহতরা সকলেই উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের চর কাউনিয়া ও উত্তর দোহাজারী গ্রামের বাসিন্দা। 

লোহাজুরীর চরকাউনিয়া ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ বাবুল বলেন, আজ দুপুরের দিকে একটি শিয়াল চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামের অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করেছে। এরপর চরকাউনিয়া গ্রামে শিমের জমিতে রোকসানা নামে এক গৃহবধূ তাঁর ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে কাজ করতে যায়। এ সময় শিয়ালটি বোরহানকে কামড়াতে দৌড়ে আসলে রোকসানা ছেলেকে আগলে দাঁড়ালে তাঁকে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে শিয়ালটিকে মেরে ফেলে। 

ওয়ার্ড সদস্য আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালটি মেরে ফেলতে পেড়ে লোকজন এখন নিরাপদ বোধ করছেন। 

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তাঁদের জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা