হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা। আজ বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন গ্রাম পুলিশের দফাদারের বেতন ৭ হাজার টাকা এবং মহল্লাদারের বেতন ৬ হাজার ৫০০ টাকা। এই বেতনের অর্ধেক স্থানীয় সরকার মন্ত্রণালয় আর বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে দেওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ বরাবরই বেতন দিতে ব্যর্থ হয়। বর্তমানে ঊর্ধ্বগামী দ্রব্যমূল্যের বাজারে এ স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য। তাই চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম-মহাসচিব মো. আবুল হাসেমসহ জেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্যবৃন্দরা। 

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা