হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

২২ বছর পর কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

২২ বছর পালিয়ে থাকার পর কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামি মো. মুর্শিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে। 

পুলিশ জানায়, ২০০০ সালে মুর্শিদের (৩৮) বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। মামলা দায়েরের পর আদালত থেকে তিনি জামিন নেন। জামিন পেয়ে তিনি পালিয়ে যান। 

পরে মুর্শিদের অনুপস্থিতিতে মামলাটির বিচার শেষে ২০১৭ সালে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। 

এর মধ্যে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ‘গ্রেপ্তার এড়াতে মুর্শিদ দেশ-বিদেশে ২২ বছর যাবৎ পালিয়ে ছিল। তাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা