হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে শম্ভুপুর রেলগেটে ট্রেন আটকে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আজ বুধবার দুপুরে উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ বিক্ষোভ করে তারা।

দেড় শতাধিক ছাত্র-জনতা ওই স্থানে জড়ো হয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামানোর উদ্যোগ নেয়। ফলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ লোকাল ট্রেনের লোকোমোটিভ মাস্টার বেলা ১টা ২১ মিনিটে ট্রেন থামাতে বাধ্য হন।

এ সময় ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীরা ভৈরবকে জেলা করার দাবিসহ বিভিন্ন শ্লোগান দেন এবং পাঁচ মিনিট পর বেলা ১টা ২৬ মিনিটে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে শম্ভুপুর রেলগেটে ট্রেন আটকে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে কথা বলতে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফের মোবাইল ফোনে একাধিবার চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

তবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহামেদ বলেন, আজ দুপুরে জেলার দাবিতে কিছুসংখ্যক লোক শুম্ভুপুর রেলগেট অবরোধ করেন। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটির চালক রেলক্রসিং এলাকায় ট্রেনটি থামান। পরে রেলওয়ে ও ভৈরব থানা-পুলিশের চেষ্টায় ৫ মিনিটের মধ্যে ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার