হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে চৌদ্দশত বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নূর ইসলাম (৭০), আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)।

পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই আবু তাহের ও আবুল কাসেম তাঁদের সহপাঠী নূর ইসলামকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কিশোরগঞ্জ আদালতে জমিসংক্রান্ত বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশা চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় গেলে পেছন থেকে একটি পিকআপ তাঁদের ধাক্কা দেয়। পরে তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে সেখানে আবু তাহের নিহত হন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেলে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হন। পরে সন্ধ্যায় স্বজনেরা আহত ব্যক্তিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা