হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে চৌদ্দশত বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নূর ইসলাম (৭০), আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)।

পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই আবু তাহের ও আবুল কাসেম তাঁদের সহপাঠী নূর ইসলামকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কিশোরগঞ্জ আদালতে জমিসংক্রান্ত বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশা চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় গেলে পেছন থেকে একটি পিকআপ তাঁদের ধাক্কা দেয়। পরে তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে সেখানে আবু তাহের নিহত হন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেলে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হন। পরে সন্ধ্যায় স্বজনেরা আহত ব্যক্তিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার