হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে রেহেনা আক্তার (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার দায়ে ছেলে মো. নাঈম ওরফে সাদ্দাম হোসেনকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী নজরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, সাদ্দাম হোসেন কুমিল্লায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েও মাদকের নেশায় কোর্স সম্পন্ন করতে পারেননি। নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ২০১৮ সালের ১ আগস্ট সকালে মা রেহেনা আক্তারের কাছে নেশার টাকার আবদার করেন সাদ্দাম হোসেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। ক্ষিপ্ত হয়ে সাদ্দাম একপর্যায়ে রশি দিয়ে বেঁধে ফেলেন তাঁর মাকে। পরে ঘরে থাকা বঁটি চালিয়ে দেন মা রেহেনা আক্তারের গলায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেহেনা আক্তারের মৃত্যু হয়।

পরে মায়ের গলাকাটা মরদেহ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় বড়খাল এলাকায় এলাকাবাসী ঘেরাও করে সাদ্দাম হোসেনকে আটক করেন। সাদ্দামকে আটকে রেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পরে রাতেই ছেলেকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় মামলা করেন বাবা নজরুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল কবীর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু মামলাটি পরিচালনা করেন। 

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা