হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ধনু নদে নৌকা ডুবে নারীর মৃত্যু, নিখোঁজ শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে মহল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের এলংজুরি বাজার ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহান (৩) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

মৃত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী। 

নিখোঁজ সোহান একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা করিমগঞ্জের চামড়াঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওই নারী ও শিশু নৌকার ভেতরেই আটকে যায়। পরে স্থানীয় লোকজন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে সোহান নামে শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি