হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেসবুকে পরীক্ষার সূচি দেখে ভৈরবে ২ শিক্ষার্থীর বিপত্তি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এসএসসি পরীক্ষার নিয়ম অনুযায়ী আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হয় পরীক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার সূচি দেখে এক ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে। 

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষাকেন্দ্র সচিব ও ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। পরীক্ষায় দুজন শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে আসেনি। বরং এক ঘণ্টা দেরি করে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।’ 

শিক্ষার্থীরা হলেন–ভৈরব পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের তৃষা আক্তার ও হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের রোমান আহমেদ। 

তারা জানান, ফেসবুকে একটি পরীক্ষার সূচি থেকে তারা জানতে পারি পরীক্ষা বেলা ১টা থেকে অনুষ্ঠিত হবে। কিন্তু পরে খবর পেলাম পরীক্ষা সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এ খবরে পরীক্ষাকেন্দ্রে আমরা ছুটে যাই। আমাদের আসতে এক ঘণ্টা দেরি হওয়ায় কেন্দ্রে আর প্রবেশ করতে পারিনি। ফলে বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে। পরে অভিভাবকেরা পরীক্ষায় নিয়োজিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করলে তারা আজকের পরীক্ষায় অংশ নিতে পারব না বলে জানিয়ে দেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে এমসি কিউ পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তারা এক ঘণ্টার বেশি সময় দেরি করে কেন্দ্রে এসেছে। যার কারণে সরকারি নিয়ম অনুযায়ী তাদের আর পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু তারা পরের সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার