হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সড়ক দিয়ে গেলেন উপদেষ্টা, পর্দা টানিয়ে আবর্জনার স্তূপ আড়াল

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

পর্দা টানিয়ে রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ আড়াল করা হয়। ছবি: আজকের পত্রিকা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্ৰণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ-সরাইল পরিদর্শনে যেতে আজ বুধবার (৮ অক্টোবর) সকালে ট্রেনযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে তিনি সড়কপথে আশুগঞ্জ-সরাইল যান। উপদেষ্টার এ যাত্রাপথে পর্দা টানিয়ে রাস্তার পাশে ময়লার স্তূপ আড়াল করা হয়।

উপদেষ্টার আগমনকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান সড়কের খানাখন্দের অংশে জরুরি ভিত্তিতে অস্থায়ী সংস্কার করা হয়। সড়কের পাশে ময়লা-আর্বজনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। উপদেষ্টার আগমন উপলক্ষে দুই দিন ধরে পরিষ্কার-পরিছন্নতার কাজ করে পৌরসভা।

আজ সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, স্টেশন যাওয়ার প্রধান সড়কটির বিভিন্ন ভাঙা অংশে বালু ফেলে ভরাট, আশপাশের ঝোপঝাড় পরিষ্কারসহ সড়কের পাশে রেলওয়ে ডোবায় দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ফেলা ময়লা-আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মকর্তা রুকন উদ্দিন বলেন, ‘আমরা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা করি। কিন্তু আজ ভিভিআইপি আসছে বলে সড়কের পাশে গাছপালা কাটলাম এবং ময়লার জায়গাটি পর্দা টানিয়া ঢেকে দিলাম। এ ছাড়া ময়লা ফেলার জায়গাটি রেলওয়ের পুকুর, কিন্তু পৌরসভার ভেতর অন্য কোনো জায়গা না থাকায় এখানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা এনে ফেলতে হচ্ছে।’

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, পৌরসভার সৌন্দর্যবর্ধনে পর্দা টানানো হয়েছে। এতে জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে। পরে এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি

ইটনায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ: আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় দোকানপাটে আগুন দিল বিবাদী পক্ষ

কিশোরগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অস্ত্রসহ ২২ জন গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাকুন্দিয়ার বাড়িতে কান্নার রোল

ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল দুই ভাইয়ের