হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মোটরসাইকেলে চড়ে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চড়পাড়া এলাকার আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) ও তাড়াইল উপজেলার রাউতি এলাকার মো. ছোটন (২১)।

পুলিশ জানায়, গতকাল রোববার সকালে জেলা জজ আদালতের আইনজীবী শাহীনূর কলি তাঁর ছোট বোন লিপিকে নিয়ে জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় যাচ্ছিলেন। তাঁরা শহরের শোলাকিয়া বনানী মোড়ে পৌঁছালে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে লিপির ভ্যানিটি ব্যাগটি সজোরে টান দিয়ে ছিনিয়ে নেন। লিপির ব্যাগে ফোন, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

পরে ওই আইনজীবী শাহীনূর কলি ঘটনাটি পুলিশকে জানালে জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আইনজীবী শাহিনূর কলি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মোটরসাইকেল আরোহীর বেশে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আনোয়ার ইসলাম আমিনুল ও মো. ছোটন জেলখানা মোড় থেকে বিন্নাটি মোড়, বিন্নাটি মোড় থেকে চৌদ্দশত বাজার, চৌদ্দশত বাজার থেকে নান্দলা বাজার, নান্দলা বাজার থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ছিনতাই করতেন।

গতকাল রোববার সকালে জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটিও ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি