হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মোটরসাইকেলে চড়ে ছিনতাই, গ্রেপ্তার ৪ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকেলে চড়ে ছিনতাই করেন তাঁরা। ছিনতাইয়ের কাজে ব্যবহার করেন দামি মোটরসাইকেল। জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের মির্জা চত্বর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার চণ্ডীবর এলাকার সোহাগ মিয়া, সাদির মিয়া, আরিয়ান মিয়া ও সাব্বির মিয়া। ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

সফিকুল ইসলাম বলেন, গত রোববার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের একজন ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে চড়ে তাঁর বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চণ্ডীবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর মোটরসাইকেল আটকান। পরে মোক্তার হোসেনকে মারধর করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভৈরব থানায় বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন মোক্তার। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

ওসি সফিউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক