হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরব পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা সিলেট থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

নাশকতার মামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে ভৈরব থানার পুলিশ সিলেট থেকে তাঁদের আটক করে।

সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাসা থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ভৈরব থানার একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা হলেন- ভৈরব পৌর বিএনপির সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আল-মামুন।

এর আগে গতকাল শনিবার ভোরে ভৈরব থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখ্যান করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক