হোম > সারা দেশ > কুষ্টিয়া

কোনো পাখিকে ভোট দিলে পিটিয়ে চামড়া তুলে নেব: হানিফের নির্বাচনী সভায় কাউন্সিলর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া–৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবউল আলম হানিফের নির্বাচনী সভায় নারী ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্য করে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্যে দিয়েছেন এক কাউন্সিলর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু (ঈগল) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মাহবুবউল আলম হানিফের সমর্থনে আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে। সেখানে এ বক্তব্য দেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। 

সভায় হানিফ ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল ইসলাম, অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ জেলা আওয়ামী লীগের নেতারা সভায় উপস্থিত ছিলেন। 

ওই পথ সভায় কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু তাঁর বক্তব্যে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই দু-চারটে লোক থাকে। তাদের উদ্দেশ্য হলো নৌকার ব্যাচ পরে ওই কি পাখি (স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর প্রতীক ঈগল) আছে, সেই পাখিকে ভোট দেবে। সেই সব লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেতা আপনার কাছে আমি অনুমতি চাই। এই সব লোক যদি ধরা পড়ে, আমরা কিন্তু পিটাইয়ে তাদের.... . (অশ্রাব্য শব্দ) চামড়া তুলে ফেলব।’ 

তিনি আরও বলেন, ‘ভোটের দিন সবাই বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নাই। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন। আমার কথা হচ্ছে আপনাদের বিপদ–আপদে আমরা থাকি। আর আমাদের বিপদ আপদে তাঁরা (মঞ্চের নেতাদের দিকে ইঙ্গিত করে) থাকেন। ওই কারণে আমাদের মাজা (কোমর) যদি শক্ত থাকে তাহলেই তো আপনাদের বিপদ আপদে উদ্ধার করব। তাই আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।’ 

এ ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর পক্ষে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের সামনে প্রকাশ্যে সিল মারা যে বক্তব্য দেওয়া হয়েছে তা সুষ্ঠু ভোটের জন্য অন্তরায়। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার ধারণা। আমি ওই কাউন্সিলরের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজাকে মোবাইল ফোনে কল দেওয়া হলে রিসিভ করেননি। 

উল্লেখ্য, কুষ্টিয়া–৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মাহবুবউল আলম হানিফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পাঁচবারের পৌর মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু (ঈগল), ন্যাশনাল পিপলস পার্টি মো. ফরিদ উদ্দিন শেখ (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশন মেহেদী হাসান রিজভী (ফুলের মালা), বিএনএফ থেকে কে এম জহরুল ইসলাম (টেলিভিশন)।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি