হোম > সারা দেশ > খুলনা

সৌদি আরবের কথা বলে ভারতের যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার ৩ 

সাতক্ষীরা প্রতিনিধি

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলা সদর এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের ইমরান গাজী (৩০), শাবানা সুলতানা (২৫) ও খুলনা জেলার কয়রা থানার আব্দুস সালাম (৩৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব।

মেজর জিএম গালিব বলেন, গ্রেপ্তারকৃতরা রাজধানীর জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। পরে ওই নারী তাদের ফাঁদে পা দেন। পাচারকারীরা ওই নারীকে সৌদি আরবে না নিয়ে, কৌশলে ভারতের বসিরহাটে নিয়ে নিয়ে যায়। এরপর তাঁকে কলকাতায় একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে অপরাধীদের ধরতে অনুসন্ধান শুরু করে র‍্যাব। পরে গোপন সংবাদের র‍্যাব জানতে পারে অপরাধীরা শ্যামনগর এলাকায় আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাদের শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর গালিব আরও জানান, ভুক্তভোগী ওই নারীর বিষয়টি পশ্চিমবঙ্গের স্থানীয় একটি এনজিও ‘বিডিএল স্মাইল চাইল্ড’ জানতে পেরে তাঁকে উদ্ধার করে। বর্তমানে পাচারের শিকার ওই নারী এনজিওটির হেফাজতে রয়েছেন।

সেই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং পাচারের শিকার হওয়া নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি