হোম > সারা দেশ > খুলনা

সৌদি আরবের কথা বলে ভারতের যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার ৩ 

সাতক্ষীরা প্রতিনিধি

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলা সদর এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের ইমরান গাজী (৩০), শাবানা সুলতানা (২৫) ও খুলনা জেলার কয়রা থানার আব্দুস সালাম (৩৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব।

মেজর জিএম গালিব বলেন, গ্রেপ্তারকৃতরা রাজধানীর জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। পরে ওই নারী তাদের ফাঁদে পা দেন। পাচারকারীরা ওই নারীকে সৌদি আরবে না নিয়ে, কৌশলে ভারতের বসিরহাটে নিয়ে নিয়ে যায়। এরপর তাঁকে কলকাতায় একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে অপরাধীদের ধরতে অনুসন্ধান শুরু করে র‍্যাব। পরে গোপন সংবাদের র‍্যাব জানতে পারে অপরাধীরা শ্যামনগর এলাকায় আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাদের শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর গালিব আরও জানান, ভুক্তভোগী ওই নারীর বিষয়টি পশ্চিমবঙ্গের স্থানীয় একটি এনজিও ‘বিডিএল স্মাইল চাইল্ড’ জানতে পেরে তাঁকে উদ্ধার করে। বর্তমানে পাচারের শিকার ওই নারী এনজিওটির হেফাজতে রয়েছেন।

সেই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং পাচারের শিকার হওয়া নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক