আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্লা (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা-পুলিশ। শিশুর মায়ের দায়ের করা মামলায় তাঁকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফের বাসা ওই শিশুর পরিবারের বাসার নিকটেই। প্রতিবেশী হওয়ার সুযোগে আব্দুর রউফ পিঠা খাওয়ানোর নাম করে গত ১৪ আগস্ট দুপুর দুইটার দিকে শিশুটিকে ডেকে বসতঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে জানালে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর থেকে শিশুটি ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
শিশুটি ভয়ে পরিবারকে বিষয়টি না জানালেও পরিবার ঠিকই বিষয়টি বুঝতে পেরে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি জানাজানি হলে গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির মা কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রউফকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি রউফ মোল্লাকে গ্রেপ্তারের পর আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।’