হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে নিহত নববধূ খাদিজা খাতুনের শ্বশুরবাড়িতে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে যৌতুকের দাবিতে নববধূ খাদিজা খাতুনকে (১৯) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা স্বামী আমিরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন সাতক্ষীরার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আর আমিরুল ইসলাম (২৮) একই উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।

নববধূর লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, খাদিজা খাতুনের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বামী আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের আত্মীয়ের বরাত দিয়ে ওসি সামিনুল ইসলাম জানান, তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে আমিরুল ইসলামের সঙ্গে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল ইসলাম শ্বশুরের কাছ থেকে স্ত্রীকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাঁপ দিতে থাকেন। এই ঘটনার জেরে আজ মঙ্গলবার ভোরে আমিরুল পিটিয়ে ও শ্বাস রোধ করে স্ত্রী খাদিজা খাতুনকে হত্যা করেন।

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তর্কোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার