হোম > সারা দেশ > যশোর

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার নিয়ে ভারতে যাচ্ছিলেন যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মনোরউদ্দিন নামের এক যুবককে ৭০ লাখ টাকা মূল্যের ছয়টি সোনার বারসহ আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্তের পুটখালী মসজিদবাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ২১ ব্যাটালিয়নের বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পায়ুপথে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে রাতে সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইক চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি সোনা পাচারের কথা অস্বীকার করলে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় তাঁর পায়ুপথে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পায়ুপথে লুকিয়ে রাখা ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার সোনাসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ