যশোরের বেনাপোল সীমান্তে নয়টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিজিবির সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে স্বর্ণের চালানটি জব্দ করে বিজিবি।
আটক আসামির নাম মনিরুল হোসেন (২৪)। তিনি যশোরের শার্শা থানার কালিয়ানী গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বেনাপোলের গোগা সীমান্ত পথে স্বর্ণের চালান পাচার হচ্ছে। বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। বিকেলে অটো ভ্যানে সীমান্তের দিকে আসা সন্দেহভাজন মনিরুল হোসেনকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে গায়ে থাকা জ্যাকেটের পকেটে লুকিয়ে রাখা ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৯ হাজার ৭৫০ টাকা।
মনিরুল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।