হোম > সারা দেশ > খুলনা

কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রতিনিধি, কালিয়া (নড়াইল) 

নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইটসহ (৫২) দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

রাসেল উপজেলার চোরখালী গ্রামের মৃত আব্দুল হাই খানের ছেলে। নিহত আরেকজন হলেন উপজেলার টোনা গ্রামের ফটিক সরদারের ছেলে মো. শওকত সরদার (৫৪)। 

চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যান খান রাসেল সুইট সপ্তাহখানেক আগে একটি নতুন গাড়ি কিনেছেন। গতকাল সন্ধ্যায় তিনি তাঁর আত্মীয় উপজেলার টোনা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ওয়ালিউল্লাহ ও শওকত সরদারকে নিয়ে ওই গাড়িতে করে ঘুরতে বের হন। রাত সাড়ে ১০টার দিকে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় ও পরে রাস্তার পাশের গর্তে পড়ে তলিয়ে যায়। এতে চেয়ারম্যান সুইট খান ও শওকত সরদার (৫৪) ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের অপর সঙ্গী মো. ওয়ালিউল্লাহ আহত হন। 
 
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি