হোম > সারা দেশ > খুলনা

ডাক্তারদের নিয়ে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে চান মীম

খুলনা প্রতিনিধি

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান। 

খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট। 

 ২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। 

চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম। 

উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান। 

মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে। 

উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি