হোম > সারা দেশ > খুলনা

ডাক্তারদের নিয়ে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে চান মীম

খুলনা প্রতিনিধি

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান। 

খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট। 

 ২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। 

চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম। 

উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান। 

মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে। 

উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার