হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতী এলাকার জহুর শেখের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় তিন মাংস ব্যবসায়ীর (কসাই) মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তিনি নদীতে ঝাঁপ দেন। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সোয়া ৯টার দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, গত শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংসের দোকানে পাওনা টাকা আনতে যান। এ নিয়ে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সঙ্গে আরিফের কথা কাটাকাটি এবং একপর্যায়ে ধস্তাধস্তি হয়। জুয়েল ও রুবেল আপন ভাই। দুজনে আরিফকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। আরিফকে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃতু হয়।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি