হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস তেরাইল-জোড়পুকুরিয়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বামুন্দী ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

আহতদের মধ্যে আছেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দুদু শেখ, মুক্তি খাতুন, সামিউল হক, জুই খাতুন, লিমা খাতুন, নাহিদ প্রমুখ। আহত দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে নাটোর জেলার লালপুরে একটি পার্কে বেড়াতে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী বলেন, মেহেরপুরের রাজনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের লালপুর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেরাইল জোড়পুকুর এলাকার উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অনেকে। সব মিলিয়ে আনুমানিক ৩০ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মুবাশ শিরিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি