স্ত্রী হত্যা মামলায় খুলনায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর আড়ংঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তারেক বিশ্বাস খুলনা জেলা আওয়ামী লীগের নেতা ও নিউ বিশ্বাস প্রোপার্টিজের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ওরফে তারা বিশ্বাসের ছোট ভাই।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ গুরুতর আহত অবস্থায় তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মিলির মা সেলিনা বেগম বাদী হয়ে তারেক বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে তারেক বিশ্বাসকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি তারেক বিশ্বাসের প্রথম স্ত্রী নাসিমা বেগম ও জনৈক বেল্লাল পলাতক রয়েছেন।’