হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শিশু অঙ্কিতা হত্যা মামলায় প্রীতম রুদ্রের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।

এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।

রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’

বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত