হোম > সারা দেশ > যশোর

অভিমানে শিশুর আত্মহত্যা 

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে অভিমান করে হালিমা খাতুন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ভৈরব-উত্তর জনপদের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নিহত হালিমা ওই গ্রামের রাজমিস্ত্রি সহযোগী আব্দুল জলিল বিশ্বাসের মেয়ে। 
 
হালিমার পিতা জলিল বিশ্বাস জানান, বুধবার সকালে মেয়েটি ভাত খায়নি। কাজে যাওয়ার সময় হালিমাকে ১০ টাকা দিয়ে গিয়েছিলাম। দোকান থেকে কিছু কিনে খেয়েছে। দুপুরে ভাবির সঙ্গে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এ সময় পুকুরে বেশি সময় থাকায় তার ভাই তাকে একটি চড় মারে। সেখান থেকে বাড়ি ফিরে ভাত খেতে চায় সে। বাড়িতে এদিন ভাত একটু কম ছিল। বাড়িতে ফিরেই ভাইকে সেই ভাত খেতে দেখে ভাইয়ের ওপর চটে যায় সে। একপর্যায়ে ভাইকে বকতে বকতে ঘরে ঢোকে সে। কিছু সময় পর তার মা মিল থেকে বাড়ি ফেরে। কিন্তু দীর্ঘ সময়েও হালিমা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখে মেয়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। 
 
জানা গেছে, জলিল বিশ্বাসের কোন জমি-জমা নেই। তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী রেশমা বেগম গ্রামের একটি রাইস মিলে কাজ করেন। ছেলেরা যখন যে কাজ পায় তাই করে। 
 
এ ব্যাপারে স্থানীয় পাথালিয়া ক্যাম্পের আইসি এস আই শামছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
 
শিশুটির আত্মহত্যা সম্পর্কে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। বাড়িতে ভাত কম থাকায় এবং সেখান থেকে ভাইকে ভাত খেতে দেখে ভাইয়ের ওপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে শুনেছি। 

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও