হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন, ৩১ পর্যটককে উদ্ধার করল পুলিশ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের করমজল এলাকায় হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার বিকেলে মোংলা থানা-পুলিশ করমজল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।

পথ হারিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিলেন ওই দর্শনার্থীরা। তাঁরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

উদ্ধার দর্শনার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পর মোংলা থানা-পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বনে ঢোকার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থীরা পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক ছেলে বুদ্ধি খাটিয়ে মোবাইল থেকে ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়।

ওসি বলেন, ‘ফেরদৌস জানায়, তার ফোনে চার্জ নেই। তাই আমি আরও দুটি মোবাইল নম্বর সংগ্রহ করি। এরপর সেসব নম্বরে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মেলে। তারা গভীর বনে ঢুকে পড়েছিল। তাদের মোংলা বাসস্ট্যান্ডে এনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার