হোম > সারা দেশ > যশোর

এলাকাবাসীর বাধায় রাস্তার সংস্কারকাজ বন্ধ, সরানো হলো নিম্নমানের ইট

যশোরের মনিরামপুরে নিজ এলাকায় নিম্নমানের ইট দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করতে এসে তোপের মুখে পড়েন এক ঠিকাদার। পরে এলাকাবাসীর চাপে কাজ বন্ধ করে সেই ইট তুলে নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরামারী বাজারে এ ঘটনা ঘটে। 

ওই ঠিকাদারের নাম জুয়েল মল্লিক। তিনি স্থানীয় রঘুনাথপুর গ্রামের সুভাস মল্লিকের ছেলে। 

উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্যামল ট্রেডিং এই কাজ করছে। খেদাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ১০০ দশমিক ৫ মিটার ইটের সলিংয়ের কাজ শুরু হয় আজ সকালে। এর মধ্যে টেংরামারী বাজারে ৪৬ দশমিক ৫ মিটার ও মামুদকাটি গ্রামে জিয়ার বাড়ি থেকে সিরাজ ব্যাপারীর বাড়ির অভিমুখে ৫৪ মিটার রাস্তা রয়েছে। ঠিকাদার জুয়েল মল্লিক নিম্নমানের ইট দিয়ে কাজ দুটি করাচ্ছিলেন। পরে বাজারের লোকজনের বাধার মুখে দুপুরে ইট তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি। 

স্থানীয় শাহাজান আলী বলেন, ‘দূরের ইটভাটা থেকে নিম্নমানের ইট এনে ঠিকাদার টেংরামারী বাজারে ও জিয়ার বাড়ির সামনে কাজ করাচ্ছিলেন। আমরা ইটের মান নিয়ে কথা বলতে ঠিকাদার আমাদের ওপর চড়াও হন। পরে প্রাথমিকভাবে রাস্তার কাজের ইট নিম্নমান প্রমাণিত হয়। তখন বাজারের লোকজনের তোপের মুখে পড়েন ঠিকাদার। এর পরপরই ট্রলিতে করে ঠিকাদারের লোকজন ইট তুলে নিয়ে গেছেন।’ 

টেংরামারী বাজার কমিটির সভাপতি শাহা আলম বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমকে অনুরোধ করা হলে তিনি বাজারের রাস্তা সলিং করে দেওয়ার উদ্যোগ নেন। সকালে ঠিকাদারের লোকজন কোনো রকম বালু ছিটিয়ে ইটের সলিংয়ের কাজ শুরু করে। আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানালে তিনি সরেজমিন কাজ দেখতে আসেন।’ 

শাহা আলম বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান আসার পর ইটের মান নিয়ে প্রশ্ন ওঠে। তখন তিনি কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দেন। বাজারের রাস্তায় লোকজনের চাপ থাকে সব সময়। কাজের মান ভালো না হলে অল্প দিনে রাস্তা নষ্ট হয়ে যাবে। সঠিক পরিমাণ বালু ও ভালো ইট না দেওয়া পর্যন্ত ঠিকাদারকে কাজ করতে দেব না।’

ঠিকাদার জুয়েল মল্লিক বলেন, ‘আমি ভাটা থেকে ১ নম্বর ইট কিনেছি। নিজ এলাকায় আমি খারাপভাবে কাজ করাতে চাই না। মান নিয়ে কথা ওঠায় টেংরামারী অঞ্চলের দুই স্থান থেকেই ইট তুলে নিয়েছি। দ্রুত ভালো ইট দিয়ে কাজ শুরু করব।’ 

উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘কোনোভাবে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করানো যাবে না। এই বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা