হোম > সারা দেশ > খুলনা

তীব্র তাপপ্রবাহের মধ্যে যশোরে কাটা হলো অর্ধশতাধিক গাছ 

যশোর প্রতিনিধি

যশোরে আজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে যশোরে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ কেটে ফেলা হয়।

এদিকে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে কবরস্থান ব্যবস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কিন্তু গাছের সংখ্যা তারা জানাননি।

স্থানীয়রা জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে তাপপ্রবাহ থেকে রক্ষা করত।

ভৈরব নদ রক্ষা আন্দোলন কমিটির অন্যতম নেতা ও তালতলা এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, যখন অতি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ‘দেশ বাঁচাও, গাছ লাগাও’ আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে বেজপাড়া তালতলা কবরস্থানের নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে বেজপাড়ার তালতলা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মানু এলাহী বলেন, ‘আগে ও এখন হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কাটা হয়েছে। সংখ্যা এখন বলতে পারছি না। ১ লাখ ৭০ হাজার টাকার মতো গাছ কাটা হয়েছে।’

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজালুল করিম রানু বলেন, ‘কবরস্থানের কিছু জমিতে গর্ত আছে। এখানে মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য অল্প কিছু গাছ কাটা হয়েছে।’ তবে তিনিও গাছের সংখ্যা বলেননি।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক