হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ তরুণ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী (২৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার নন্দনালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিন (২১), মো. মাসফিকুর (১৯) ও মো. রাসেল (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই এনজিও কর্মী ভ্যানে করে ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কয়েকজন ভ্যানচালককে মারধর করে ওই নারীকে পাটখেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে ওই ভ্যানচালক বলেন, ১৫০ টাকা ভাড়া মিটিয়ে তিনি ভ্যানে করে ওই নারীকে নিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জন তাঁকে চড়-থাপ্পড় মেরে ভয় দেখিয়ে ওই নারীকে পাটখেতে নিয়ে যান। পরে তিনি স্থানীয় লোকজন ডেকে নিয়ে ওই নারীকে উদ্ধার করেন।

ওই নারী এনজিও কর্মী বলেন, তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিস্তি আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এনজিও কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে রাতেই তিনজনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই ঘটনায় তাঁদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ