কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী (২৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার নন্দনালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিন (২১), মো. মাসফিকুর (১৯) ও মো. রাসেল (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই এনজিও কর্মী ভ্যানে করে ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কয়েকজন ভ্যানচালককে মারধর করে ওই নারীকে পাটখেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে ওই ভ্যানচালক বলেন, ১৫০ টাকা ভাড়া মিটিয়ে তিনি ভ্যানে করে ওই নারীকে নিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জন তাঁকে চড়-থাপ্পড় মেরে ভয় দেখিয়ে ওই নারীকে পাটখেতে নিয়ে যান। পরে তিনি স্থানীয় লোকজন ডেকে নিয়ে ওই নারীকে উদ্ধার করেন।
ওই নারী এনজিও কর্মী বলেন, তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিস্তি আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এনজিও কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে রাতেই তিনজনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই ঘটনায় তাঁদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।