হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আজ রোববার ভোর থেকেই থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।

আবহাওয়া অফিস বলছে, রোববার জেলায় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তারপরও রয়েছে শীতের তীব্রতা। আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আবারও শৈত্যপ্রবাহে হতে পারে। 

মল্লিকপাড়ার রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে রিকশা নিয়ে বের হব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বের হতে পারিনি। বৃষ্টি থামলে বের হয়েছি। তারপরও মাঝে মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে প্রতিদিন যে টাকা আয় করি তা হচ্ছে না।’ 
 
জেলার চাঁদবিল গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বৃষ্টির কারণে বোরো আবাদে উপকার হবে। চারা প্রস্তুত। এখন জমিতে অল্প সেচ দিয়ে চারা রোপণে করতে পারব। কিন্তু এমন আবহাওয়া বেশি দিন থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 

শহরের চক্রপাড়ার দিনমজুর মঞ্জত আলী বলেন, সকালে বৃষ্টির মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছিলাম। কিন্তু কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে। 

মঞ্জত আলী জানান, তাঁর মতো অনেককেই বৃষ্টির কারণে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। এমন আবহাওয়া চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে তাঁদের হিমশিম খেতে হবে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার