হোম > সারা দেশ > খুলনা

পুরস্কৃত হলেন চার গ্রামপুলিশ

মনিরামপুর, প্রতিনিধি 

মনিরামপুরে রোহিতা ইউনিয়নে শূন্য থেকে এক বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধনের তথ্য সংগ্রহে অবদান রাখায় চার গ্রামপুলিশকে সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা হলেন, মো. আলম হোসেন, মো. রমজান আলী, মো. আমিনুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন। 

সোমবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার সরদার তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। 

রোহিতা ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয় গ্রাম পুলিশকে নিবন্ধন খাতা দিয়ে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদের নিজ নিজ ওয়ার্ডে এক বছর বা তার কম বয়সী কতজন শিশু আছে তার তালিকা করতে বলা হয়েছিল। তাঁরা তালিকা করার পাশাপাশি অভিভাবকদের জন্ম সনদ নিতেও উদ্বুদ্ধ করেছেন। 

সচিব আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে পরিষদ থেকে সন্তানের জন্ম সনদ সংগ্রহ করেছেন। গ্রাম পুলিশদের ভূমিকার কারণে ইতিমধ্যে রোহিতা ইউনিয়ন পরিষদ জন্ম সনদ দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। সেই কাজে অগ্রণী ভূমিকা রাখায় চার গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। 

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অধীর মণ্ডল, ইউপি সদস্য রেজাউল করিম, মহিতুল ইসলাম, আমিনুল হাসান, খায়রুল ইসলাম, স্থানীয় উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি