হোম > সারা দেশ > খুলনা

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর, প্রতিনিধি 

যশোরে দুর্বৃত্তের ছুরির আঘাতে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান কাকন শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি তাঁতী লীগের সাবেক নেতা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

নিহতের মা সুফিয়া বেগম বলেন, রাত সাড়ে ১০টার দিকে কাকন মোল্লাপাড়া কবরস্থানের পাশে নারান ঘোষের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আরিফ আহমেদ বলেন, মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরির আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। নিহত কাকনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি