হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালিগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড প্রায় অর্ধশত কাঁচা-পাকা বাড়ি

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) 

সাগরে লঘুচাপের প্রভাবে টানা মৌসুমি বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় অর্ধশত কাঁচা-পাকা বাড়ি।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল থেকে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টার ভারী বর্ষণে কালিগঞ্জের প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। ডুবে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর। 

এর মধ্যে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে ১৯টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৩০টির বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সরেজমিন বুধবার হাড়ের গ্রামে গেলে স্থানীয় বাসিন্দা আব্দুস সবুর, সজীব হোসেন, মাছিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ ৩-৪ মিনিটের আচমকা একটি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের একাংশ।

তাঁরা আরও বলেন, গতকাল রাত থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াননি। ভোট এলে জনপ্রতিনিধিরা অনেক কিছুই বলেন, তবে ভোটের পর আর পাশে থাকেন না। এলাকার যুব সংঘের উদ্যোগে দুপুরে অসহায়দের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তাঁরা। 

এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার অধিকাংশ বিলে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে ডুবে আছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান বলেন, 'আমি সকালে হাড়দ্দহা গ্রামে গিয়েছিলাম। আপাতত তাদের কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’ ১৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে