হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার দায়ের করা মামলায় আব্দুস সালাম ফকির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে গজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, জেলার ডুমুরিয়া থানার প্রতিবেশী বেসরকারি সার্ভেয়ার (আমিন) আব্দুস সালাম ফকিরের (২৯) বাড়িতে দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করে আসছিলেন ভুক্তভোগী কিশোরীর বাবা। সেই সুবাদে উভয় পরিবারের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠে। এরই জেরে আব্দুস সালাম ওই কিশোরীকে ও স্থানীয় আরেকটি একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

একপর্যায়ে সালাম ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ আগস্ট কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য সালামকে চাপ দিলে সে কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে আব্দুস সালাম ফকিরের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা