হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে ফের গরু চুরি

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি হয়ে যায়।

জানা গেছে, এর আগে গত শনিবার রাতে উত্তর কয়ারপাড়ায় কৃষক আবদুল ওয়াদুদের গোয়াল থেকে ২টি গাভি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য ৩ লাখ টাকা। পরবর্তীতে পাঁচ দিনের ব্যবধানে গতকাল রাতে আবারও গরু চুরির ঘটনা ঘটে। কোরবানির ঈদের আগে এভাবে গরু চুরি হওয়ায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। মধ্যরাতে গরুর খাবার দিতে উঠে দেখি গোয়ালঘরে কোন গরু নেই। গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি করে নিয়ে গেছে। তবে ঘটনার সময় হয়তো একটি বাছুর দৌড়ে পালানোর কারণে সেটি চোরের হাত থেকে রক্ষা পেয়েছে। পরে সকালে বছরটা গোয়াল ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পরপর দুইটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই এখন পাল্লা দিয়ে তাঁদের গবাদিপশু পাহারা দিচ্ছে।

ভুক্তভোগী আরও বলেন, কোরবানি উপলক্ষে এঁড়ে গরুটি পালন করছিলাম। ভেবেছিলাম ঈদে বিক্রি করে টাকাটা সংসারের কাজে লাগাব। কিন্তু এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার