হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে ফের গরু চুরি

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি হয়ে যায়।

জানা গেছে, এর আগে গত শনিবার রাতে উত্তর কয়ারপাড়ায় কৃষক আবদুল ওয়াদুদের গোয়াল থেকে ২টি গাভি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য ৩ লাখ টাকা। পরবর্তীতে পাঁচ দিনের ব্যবধানে গতকাল রাতে আবারও গরু চুরির ঘটনা ঘটে। কোরবানির ঈদের আগে এভাবে গরু চুরি হওয়ায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। মধ্যরাতে গরুর খাবার দিতে উঠে দেখি গোয়ালঘরে কোন গরু নেই। গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি করে নিয়ে গেছে। তবে ঘটনার সময় হয়তো একটি বাছুর দৌড়ে পালানোর কারণে সেটি চোরের হাত থেকে রক্ষা পেয়েছে। পরে সকালে বছরটা গোয়াল ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পরপর দুইটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই এখন পাল্লা দিয়ে তাঁদের গবাদিপশু পাহারা দিচ্ছে।

ভুক্তভোগী আরও বলেন, কোরবানি উপলক্ষে এঁড়ে গরুটি পালন করছিলাম। ভেবেছিলাম ঈদে বিক্রি করে টাকাটা সংসারের কাজে লাগাব। কিন্তু এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার