হোম > সারা দেশ > খুলনা

খুলনায় রংমিস্ত্রি হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রংমিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র, গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুরে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুস সাকিব জাকারিয়া (৩৬), রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।

সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে এসে ২০-২১ জন সন্ত্রাসী নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলা মোড়ে ভাজাওয়ালার গলির তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ইমন শেখ বুকে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত ইমনের বাবা মো. সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ সময় তাঁদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি