হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় আ. লীগ নেতার দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুরে সরকারি জমি দখলমুক্ত করার সময় উপজেলা প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।

জমি উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। তিনি বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধভাবে দখলে ছিল। আমরা জমিটি দখলমুক্ত করে লাল নিশানা টানিয়ে দিয়েছি। জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১-এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ-২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ একর এবং আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। এই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।

আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ১২ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ