হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। আজ শনিবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার গড়াই নদের লোহার ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় গড়াই নদের লোহার ব্রিজের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, সকাল ৯টার দিকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে ছিটকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। তিনি একজন মানসিক রোগী।

এ বিষয়ে চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর সদস্য সিফাত উল্লাহ লাল্টু বলেন, ব্রিজের নিচে মরদেহ দেখে স্থানীয়রা খবর দেন। পরে রেল পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নিহত নারী একজন মানসিক প্রতিবন্ধী। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হতে পারে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা