হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

যানবাহন নিয়ে ঝুঁকিতে চলাচল করছে মানুষ। গাংনীর ভবানীপুর সড়ক থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয়রা সতর্কতার জন্য লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু সড়কের পাশ ধসে পড়েছে। অটো, পাখি ভ্যান, মাইক্রোবাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন এসব রাস্তা দিয়ে চলাচল করে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পথচারী মো. আবির হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তার পাশ ধসে গেছে। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহন নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।’

আরেক পথচারী সোহেল আহমেদ বলেন, ‘রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। এখনো সংস্কার হয়নি। দ্রুত উদ্যোগ না নিলে পরিবারগুলোর জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে।’

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। অটো, ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই রাস্তা। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

অটোচালক সাব্বির আহমেদ বলেন, ‘রাতে আমরা ঠিকমতো দেখতে পাই না। ভাঙা জায়গায় পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালোভাবে মেরামত করলে প্রতিবছর আর এমনটা না-ও হতে পারে।’

ট্রাকচালক জীবন লিটন আলী বলেন, ‘দিনের বেলা তো কোনোভাবে বোঝা যায়, কিন্তু রাতে রাস্তা ভাঙা জায়গা চেনা যায় না। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো আমরা পরিদর্শন করেছি। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।’

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১